Custom Widget

test

 বলিউড


সমালোচনায় শিখেছেন তামান্না



সিনেমায় গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পাশাপাশি আইটেম গানে নেচে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তামান্না ভাটিয়া। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ওডালা ২’। বক্স অফিসে ছবিটি খুব একটা চলেনি, তবে ওটিটিতে সাড়া ফেলেছে। অভিনয়ের জন্য তামান্নাও পেয়েছেন প্রশংসা।



তবে অভিনয়জীবনে শুধু প্রশংসাই নয়, অনেক সময় সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন, গঠনমূলক সমালোচনা তাঁকে শিল্পী হিসেবে আরও সমৃদ্ধ করেছে।


তাঁর ভাষায়, ‘আমার অভিনয়জীবনে গঠনমূলক সমালোচনা থেকেই সবচেয়ে বেশি শিখেছি। কখনো মনে হয়নি, এসব অর্থহীন। কোনটা গঠনমূলক আর কোনটা নিছক ট্রল, তা বোঝার ক্ষমতা তৈরি হয়েছে আমার। আর গঠনমূলক সমালোচনাকে সব সময় স্বাগত জানিয়েছি।’

কোন মন্তব্য নেই:

Beauty

3/Beauty/post-per-tag
Blogger দ্বারা পরিচালিত.