এদিন বিশ্বব্যাপী ‘জংলি’ আয় করে ৩৫ লাখ ১১ হাজার টাকা; যা এখন পর্যন্ত এক দিনে সিনেমাটির সর্বোচ্চ গ্রস আয়। খবরটি জানিয়ে এক ফেসবুক পোস্টে অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, ‘আট বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা—সবাই যখন একটা সিনেমাকে আপন করে নেয়, তখন এ রকম ম্যাজিক্যাল কিছুই ঘটতে বাধ্য। মুক্তির ২৬তম দিনে সব মিলিয়ে “জংলি”র গ্রস কালেকশন প্রায় ৩৫.১১ লাখ টাকা! একদিনে এটাই “জংলি”র সর্বোচ্চ আয়ের রেকর্ড। সিয়াম মনে করছেন দর্শকের এ ভালোবাসায়, “জংলি” সিনেমা ফ্যামিলি ব্লকবাস্টারের তকমা পেতে চলেছে।
এম রহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম ছাড়াও অনান্য চরিত্রে অভিনয় করেছেন—বুবলী, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে—মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।


কোন মন্তব্য নেই: