যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার চূড়ান্ত ধাপ মৌখিক পরীক্ষা (Viva) ।এ পর্যায়ে সাধারণত প্রার্থীর জানার পরিধি ,বাহ্যিক আচার-ব্যবহার,পছন্দ , মানসিকতা,উপস্থিত বুদ্ধি , অন্যের ওপর প্রভাবসহ নানা দিক বিচার করা হয়।
প্রার্থী : স্যার , আসতে পারি?
চেয়ারম্যান : হ্যাঁ আসুন ।
প্রার্থী :আসসালামু আলাইকু ।
চেয়ারম্যান : ওয়ালাইকু আসসালাম , বসুন।
প্রার্থী :ধ্যনবাদ স্যার।
চেয়ারম্যান :কুড়িগ্রাম ছাড়া শেষে গ্রাম আছে এমন
একটি জেলার নাম বলুন ?
প্রার্থী : চট্রগ্রাম, এটি বিভাগও ।
চেয়ারম্যান : আপনার জেলার নাম কী ?
প্রার্থী :রাজার হাট ,স্যার।
চেয়ারম্যান :রাজারহাটের নামকরণ কেন রাজারহাট করা হয় ?
প্রার্থী :সেন বংশের রাজা নীলাম্বর সেনের দুর্গ ছিল
বর্তমানে রাজারহাট উপজেলা অন্তর্গত বিদ্যানন্দ ইউনিয়ানের চতলা এলাকা ।১৪১৮ সালে গৌড়ের সুলতান হোসেন শাহ নীলাম্বর সেনকে পরাজিত করেন । নীলাম্বর সেন পালিয়ে প্রাণ রক্ষা করেণ ।পরে রাজার স্মৃতি রক্ষার্থে স্থানীয় জনগণ একটি হাট নির্মাণ করে, যার নামকরণ করা হয় রাজারহাট।
চেয়ারম্যান :আচ্ছা বলুন, বাংলাদেশের কয়টি সমুদ্রবন্দর আছে ?
প্রার্থী : স্যার, তিনটি । চট্রগ্রাম ,পায়রা ও মোংলা ।
পরীক্ষক -১ :বাংলাদেশে ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেটের আকার কত ছিল ?
প্রার্থী : ৭৮৬ কোটি টাকা ।
পরীক্ষক -১ :এই বাজেটে কি একটা দেশে জন্য পর্যাপ্ত ছিল ?
প্রার্থী : না,স্যার ।
পরীক্ষক -১ :দেশের প্রথম বাজেট কে উপস্থাপন করেন ?
প্রার্থী : বাংলাদেশের প্রথম অর্থমন্রী তাজউদ্দীন আহমদ ।
পরীক্ষক -১ : What is 4th Industrial Revolution ?
প্রার্থী : The Fourth Industrial Revolution
represnts a fundamental change in the way we live ,work and relate to one another .It is a new chapter in human development ,enabled by extraordinary technological advancement .It gives importance on artificial intelligence(AI) ,robotics ,the internet of things (Iot) ,3D printing , genetic engineering ,quantum computing and other technologies.
পরীক্ষক -২ : ১৯৪৭থেকে ১৯৭১ পর্যন্ত উল্লেখযোগ্য
সালগুলো বলুন?
প্রার্থী : ১৯৪৭,১৯৫২,১৯৫৪,১৯৬২,১৯৬৬,১৯৬৯ ১৯৭০ এবং ১৯৭১ সাল ।
পরীক্ষক -২ : বলুন তো, একজন মহিলা কবির জম্ম ও মৃত্যু দিবস একই ছিল ,তার নাম কী?
প্রার্থী : স্যার , বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ।
তার জম্ম ও মৃত্যুর তারিখ ৯ ডিসেম্বর ।
পরীক্ষক - ২ : ৯ ডিসেম্বর আর কী দিবস হিসেবে পালন করা হয় ?
প্রার্থী : আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
পরীক্ষক-২ :আমাদের মহান স্বাধীনতা অর্জনে ৭
মার্চের গুরুত্ব বলুন ?
প্রার্থী : জাতির পিতা বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের
৭মার্চের ভাষণের ফলে বাঙালিরা স্বাধীনতার মন্রে দীক্ষিত হতে থাকে।আওয়ামী লীগের
নেতৃত্বে পাড়ায় ও মহল্লায় সংগ্রাম পরিষদ গঠিত হয়। মূলত ৭মার্চের ভাষণের কারণে
বাঙালিরা ভেতরে -ভেরতে স্বাধীনতার প্রস্ততি
নিতে থাকে ,যা মাত্র ৯ মাসে বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
পরীক্ষক -২ :আপনার মতে বাংলাদেশের প্রধান তিনটি সমস্যা সুনির্দিষ্ট করে পয়েন্ট আকারে বলুন ?
প্রার্থী : স্যার , প্রথমত আমাদের প্রশাসন এখনো পুরোপুরি ডিজিটালাইজড হয়নি। যদিও আমরা
বিভিন্ন ক্ষেত্রে এখন উন্নতি করছি ,তবে আরও বেশি ডিজিটালাইজেশন প্রয়োজন ।দ্বিতীয় সমস্যা সমন্বয়হীনতা । মন্রণালয় বা দপ্তরগুলোর মধ্যে এক ধরনের সমন্বহীনতা আমার প্রায়ই দেখি এবং তৃতীয় সমস্যা হলো দুর্নীতি।যদিও অতীতে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ান ছিলাম ,এখন দুর্নীতি সে
তুলনায় অনেকটা কমেছে , তবে একেবারে নির্মূল করা সম্ভব হয়নি ।
চেয়ারম্যা : What is SDG ?
প্রার্থী :SDG means Sustainable Development
Goals.
চেয়ারম্যান :Can you explain it ?
প্রার্থী : United Nation has taken 15 years plan with 17 goals to make better future and sustainable development for all over the world which is known as SDG and started 2015 and end up in 2030.
চেয়ারম্যান : টেকসই উন্নয়ন বলতে কী বোঝেন ?
প্রার্থী : পরিবেশের ক্ষতি না করে এবং ভবিষ্যৎ
প্রজম্মের কথা চিন্তা করে সঠিকভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে দীর্ঘমেয়াদি উন্নয়ন।
চেয়ারম্যান : ঠিক আছে আপনি এখন আসতে পারেন।
প্রার্থী : ধন্যবাদ স্যার , আসসালামু' আলাইকুম।

কোন মন্তব্য নেই: