ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার সেফটি ম্যানেজার কোর্সের ১৮তম ব্যাচে ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া চলছে। ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে Morning Shift এবং Evening Shift-এ ছাত্রছাত্রী ভর্তি করা হবে। আবেদন অনলাইনে করতে হবে। চট্টগ্রামে শুধু Evening Shift চলমান। ফরমে অবশ্যই যে Venue এবং Shift-এ ভর্তি হতে ইচ্ছুক, তা উল্লেখ করতে হবে। অনলাইনে ১৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। কোর্সের সময় কাল ৬ (ছয়) মাস। এ কোর্সে ভর্তির সুযোগ পেলে ক্লাস হবে সপ্তাহে ২ দিন (শুক্রবার ও শনিবার)।কোর্সের বৈশিষ্ট্য—
ক. অগ্নিনিরাপত্তা, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাসংক্রান্ত বিষয়ে তাত্ত্বিক ও শতভাগ ব্যবহারিক ক্লাসের সুযোগ। পর্যাপ্ত টুলস, ইকুইপমেন্ট ও ফায়ার সিমুলেটর ব্যবহারের মাধ্যমে যোগ্য অগ্নিনিরাপত্তা বিষয়ক এক্সপার্ট হওয়ার সুযোগ;
খ. পোশাকশিল্পসহ বিভিন্ন কলকারখানা, বহুতল ভবনে ফায়ার সেফটি অফিসার হিসেবে চাকরি পাওয়ার সুযোগ;
গ. দেশি-বিদেশি সংস্থা, দেশের গুরুত্বপূর্ণ কেপিআইসহ মেগা প্রকল্প যেমন: মেট্রোরেল, পাওয়ার প্ল্যান্ট, বঙ্গবন্ধু টানেল ও ইকোনমিক জোনসমূহে অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত চাকরি লাভের সুযোগ;
ঘ. সামাজিক নিরাপত্তা বিধানে সক্রিয় অবদান রাখার যোগ্যতা অর্জন।
এ কোর্সের জন্য বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন



কোন মন্তব্য নেই: