Custom Widget

test

টিআইবিতে ঢাকায় চাকরি, বেতন ১ লাখ ৩৭ হাজার

 টিআইবিতে ঢাকায় চাকরি, বেতন ১ লাখ ৩৭ হাজার


_


পদের নাম: রিসার্চ ফেলো-ক্লাইমেট ফিন্যান্স গভর্ন্যান্স (সিএফজি)


পদসংখ্যা: ১


যোগ্যতা: অর্থনীতি, সমাজবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যানাল রিলেশনস, আইন, ডেভেলপমেন্ট স্টাডিজ, নৃ–বিজ্ঞান, আরবান প্ল্যানিং, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, পরিসংখ্যান বা এ–সংক্রান্ত বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গবেষণা কাজে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে রিসার্চ অ্যাসোসিয়েট বা এর উচ্চতর পদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ালিটেটিভ রিসার্চের টুলস ও কৌশল সম্পর্কে জানাশোনা থাকতে হবে। কোবো টুলবক্স, এসপিএসএস, এসটিএটিএ, আর; অ্যাটলাস ডট টিআই, এনভিভোর কাজ জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হহবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। দুর্নীতিবিরোধী কোনো সংস্থা বা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।চাকরির ধরন: ফুলটাইম


কর্মস্থল: ঢাকা


বেতন: ১,৩৭,৫৫০ টাকা


যেভাবে আবেদন


আগ্রহী প্রার্থীদের টিআইবির ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।


আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২৪।


তে



কোন মন্তব্য নেই:

Beauty

3/Beauty/post-per-tag
Blogger দ্বারা পরিচালিত.